বাহেরচর ফজলুল হক উচ্চ বিদ্যালয়টি দাউদকান্দি উত্তর ইউনিয়নের প্রাণকেন্দ্র বাহেরচর গ্রামে অবস্থিত। বিদ্যালয়টির প্রতিষ্ঠাতা এ কে ফজলুল হক। বিদ্যালয়টি ১৯৬৭ইং সালে স্থাপিত হয়েছে। প্রধান শিক্ষক মো: আবদুল মজিদ (বি.এস.সি.বি.এড) প্রথম অবস্থায় তিনি বিনা বেতনে চাকুরী করতেন। তখন বিদ্যালয়টি একটি দু'চালা ঘর ছিল মাত্র। তাঁরই অক্লান্ত পরিশ্রম ও তাগের বিনিময়ে গড়ে ওঠেছে এই বিদ্যালয়। ধীরে ধীরে বেড়েছে শিক্ষা হার। বর্তমানে বিদ্যালয়টি এমপিভুক্ত।
এক নজরে বিদ্যালয়টি
নাম : বাহেরচর ফজলুল হক উচ্চ বিদ্যালয়
প্রতিষ্ঠাতা : এ কে ফজলুল হক
অবস্থান : দাউদকান্দি উপজেলার উত্তরে ১নং উত্তর ইউনিয়নে বাহেরচর গ্রামে
প্রতিষ্ঠাকাল : ১৯৬৭ইং
প্রধান শিক্ষক : মো: আবদুল মজিদ
মোট সম্পত্তি : ১ একর ৫০ শতক
একাডেমিক ভবন : ৩টি
ছাত্রাবাস : ১টি
লাইব্রেরী : ১টি
বিজ্ঞানাগার : ১টি
কমন রুম : ১টি
মোট শিক্ষক/ শিক্ষিকিা : ১০জন
তৃতীয় ও চতুর্থ কর্মচারী : ০৪জন
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস