Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ছবি
শিরোনাম
বাহের চর ফজলুল হক উচ্চ বিদ্যালয়
বিস্তারিত

বাহেরচর ফজলুল হক উচ্চ বিদ্যালয়টি দাউদকান্দি উত্তর ইউনিয়নের প্রাণকেন্দ্র বাহেরচর গ্রামে অবস্থিত। বিদ্যালয়টির প্রতিষ্ঠাতা এ কে ফজলুল হক। বিদ্যালয়টি ১৯৬৭ইং সালে স্থাপিত হয়েছে। প্রধান শিক্ষক মো: আবদুল মজিদ (বি.এস.সি.বি.এড) প্রথম অবস্থায় তিনি বিনা বেতনে চাকুরী করতেন। তখন বিদ্যালয়টি একটি দু‌‌'চালা ঘর ছিল মাত্র। তাঁরই অক্লান্ত পরিশ্রম ও তাগের বিনিময়ে গড়ে  ওঠেছে এই বিদ্যালয়। ধীরে ধীরে বেড়েছে শিক্ষা হার। বর্তমানে বিদ্যালয়টি এমপিভুক্ত।

 

এক নজরে বিদ্যালয়টি

নাম                              : বাহেরচর ফজলুল হক উচ্চ বিদ্যালয়

প্রতিষ্ঠাতা                        : এ কে ফজলুল হক

অবস্থান                          : দাউদকান্দি উপজেলার উত্তরে ১নং উত্তর ইউনিয়নে বাহেরচর গ্রামে

প্রতিষ্ঠাকাল                      : ১৯৬৭ইং

প্রধান শিক্ষক                   : মো: আবদুল মজিদ

মোট সম্পত্তি                   : ১ একর ৫০ শতক

একাডেমিক ভবন            : ৩টি

ছাত্রাবাস                        : ১টি

লাইব্রেরী                        : ১টি

বিজ্ঞানাগার                     : ১টি

কমন রুম                       : ১টি

মোট শিক্ষক/ শিক্ষিকিা      : ১০জন

তৃতীয় ও চতুর্থ কর্মচারী     : ০৪জন